
নরসিংদী প্রতিনিধি:
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-এর নেতৃবৃন্দ নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন। সোমবার সকালে কারাগারের সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে তারা বন্দিদের সুযোগ-সুবিধা, চিকিৎসাসেবা ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনে নেতৃত্ব দেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-এর মহাসচিব ডি এ পারভেজ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মাওলা, মানবাধিকার কর্মী নুরুল হুদা কারী ও শফিক খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর মহাসচিব ও জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট-এর ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মমিন আনসারী।
পরিদর্শনকারী দল জেলা কারাগারের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং কারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মোঃ তারেক কামাল অতিথিবৃন্দকে স্বাগত জানান এবং কারাগারের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শন শেষে মানবাধিকার সুরক্ষা ও কারাবন্দিদের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
Leave a Reply