
বিদ্যুৎ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম দেলোয়ার হোসেনের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলে মানবিক সহায়তা প্রদান
মোঃ আব্দুর রহিম, নিজস্ব প্রতিবেদক:
মরহুম দেলোয়ার হোসেন (পিতা: কাঞ্চন ফকির) ছিলেন একজন পরিশ্রমী ও দায়িত্বশীল নিরাপত্তা কর্মী (সিকিউরিটি গার্ড)। তিনি স্ত্রী, দুই কন্যা ও তিন পুত্রসহ অসহায় একটি পরিবার রেখে ইহলোক ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।
আজ মরহুমের পরিবারের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করে বিদ্যুৎ ফাউন্ডেশন। এম কে মাসুদ আহমেদের নেতৃত্বে মরহুমের পরিবারের জন্য আর্থিক ও খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে বিদ্যুৎ ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম-এর সার্বিক পরিচালনায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে বিদ্যুৎ ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুমের পরিবারের জন্য চাউলসহ প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়, যা এই দুঃসময়ে পরিবারটির জন্য বড় ধরনের সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যুৎ ফাউন্ডেশনের এই মানবিক ও সহানুভূতিশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা, আর বিদ্যুৎ ফাউন্ডেশন সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে।
এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যুৎ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
Leave a Reply